বেসামাল হয়ে খেয়েছিলি চুমু
কমতি ছিল আর্টে,
খয়েরী রঙের লিপস্টিকের
দাগ ফেলেছিলি শার্টে ।
বাড়ির সবাই করছে বিচার
তোর উপরে বাড়ছে রাগ
শার্ট ধুতে গিয়ে আম্মু আমার
দেখে ফেলেছে চুমুর দাগ ।
বাড়ির সবার তোপের মুখে
বেঁচে থাকাই এখন দায়
তোর কাছে আজ প্রশ্ন আমার,
এভাবে কেউ চুমু খায়?