১)
পূর্ণিমাতে বনে গেলাম,
চন্দ্র দেখে টাশকি খেলাম!
২)
নাক উঁচিয়ে শুধালে মেয়ে,
“কিইবা তোমার আছে?”
অন্য কিছু থাক বা না-থাক
চাঁদটা আমার আছে।
৩)
মেঘের ফাঁকে, চন্দ্রটা আজ
ভীষণ রকম একা!
পূর্ণিমাতেও আঁধারি তাই
যায়না তারে দেখা।
৪)
মাঝ রাত্রির নীলাভ আলোয়,
দীঘির জলে নামি।
রাশি রাশি জোসনা ঝরে,
চন্দ্রাহত আমি!
ভালো লাগা ++
চমৎকার পূর্ণিমা কাব্যের জন্য শুভেচ্ছা রইলো ভাই
😀 ধন্যবাদ দাদা